ক্লাস ৮ এর বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন [Science is the creative question of class 8] Srijonshil Question for Class 8

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন এর ছবির ফলাফল

ক্লাস ৮ এর বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন

সৃজনশীল প্রশ্ন ১:-
H ও O পরমানু নিজেদের সাথে বিভিন্ন অনুপাতে যুক্ত হয়ে দুটি ভিন্ন যৌগ H2O2 এবং H2O তৈরি করে।

ক.  বেরিলিয়ামের প্রতীক কী?
খ.  2F ও F2 দিয়ে কী বুঝায়?
গ.  উদ্দীপকে উল্লেখিত প্রথম যৌগটির পরিমাণগত তাৎপর্য ব্যাখ্যা করো।
ঘ.  “H এর যোজনী পরিবর্তনশীল” – উক্তিটি প্রদত্ত উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ২
সুমনের মুখের গঠন তার মায়ের মতো হলেও চুলের প্রকৃতি, চোখের রঙ, গায়ের গঠন একবারে তার পিতার মতো । পিতা-মাতা ফর্সা হলেও তার গায়ের রং দাদীর মতো শ্যামলা।

ক. মিয়োসিস কী?
খ. জীন বলতে কী বোঝায়?
গ. সুমনের পিতা-মাতার বৈশিষ্ট্যগুলো কীরূপে তার দেহে সঞ্চারিত হলো? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের বংশগতটির ধারাটি যে কোষ বিভাজনের ফলে ঘটে থাকে তার বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করো ।

সৃজনশীল প্রশ্ন ৩
ইসমাইল সাহেব অষ্টম শ্রেণির বিজ্ঞান ক্লাসে শ্রেণি সংযোগ ও সমান্তরাল সংযোগ বর্তনী সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিলেন এবং বললেন, বাসা বাড়ির জন্য সমান্তরাল সংযোগ বর্তনী উপযোগী।

ক. ডিসি প্রবাহ কাকে বলে?
খ. বাড়িতে বিদ্যুৎ সরবারহের জন্য কোন সমান্তরাল বর্তনী সবচেয়ে বেশী উপযোগী?
গ. শিক্ষকের বর্ণনাকৃত প্রথম বর্তনীটি চিত্রসহ ব্যাখ্যা করো।
ঘ. শিক্ষকের শেষোক্ত উক্তিটি যুক্তিসহ বিশ্লেষণ করো।


Tag= srijonshil question for class 8. class 8 science in bangla. বিজ্ঞান class 8. class 8 math srijonshil question, class 8 science question bd, class 8 biggan , srijonshil question for class 8 math, ক্লাস ৮ বিজ্ঞান


1 Comments

Thanks for your comment.We will try to solve your problem.

Previous Post Next Post