বাংলা ব্যাকরণ [ BCS এর জন্য ] (Bengali grammar For the BCS)

বাংলা ব্যাকরণ BCS এর জন্য

প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?
উত্তর : শেষের কবিতা

প্রশ্ন : কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?
উত্তর : পত্রিকা

প্রশ্ন :তুমি এতক্ষণ কী করেছ?- এ বাক্যে ‘কী’ কোন পদ?
উত্তর : সর্বনাম।

প্রশ্ন ’জন্ডিস ও বিবিধ বেলুন’ নাটকটির রচয়িতা কে?
উত্তর: সেললিম আল দীন।

প্রশ্নকোনোভাবেই যা নিবারণ করা যায় না’-এক কাথায় কী হবে?
উত্তর: অনিবার্য।

প্রশ্নষোড়শ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
উত্তর: ষট + দশ

প্রশ্নগায়ক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
উত্তর: গৈ + অক।

 প্রশ্ন:যে বিষয়ে কানো বিতর্ক নেই-
উত্তর: অবিসংবাদী।

প্রশ্নসমাস’ এর অর্থ কী?
উ্তর: সংক্ষেপন।

প্রশ্ন:বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে?
উত্তর: নাম পদের।







Post a Comment

Thanks for your comment.We will try to solve your problem.

Previous Post Next Post