MP3 সাধারণ-জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী PDF (FREE DOWNLOAD)

 সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ

mp3সাধারণ-জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী pdf এমন একটি বই, যা সুনির্দিষ্ট পঠনশৈলী অনুযায়ী বিষয়ভিত্তিকভাবে সাধারণ জ্ঞানে আপনার দক্ষতা বাড়াতে সাহায্য করে।

১। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
ক. শীতলক্ষ্যা
খ. বুড়িগঙ্গা
গ. মেঘনা
ঘ. যমুনা
২। বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটি?
ক. নারায়নগঞ্জ
খ. মংলা
গ. চালনা
ঘ. চট্টগ্রাম
৩। সাগর কন্যা বলা হয় –
ক. ভোলাকে
খ. কক্সবাজারকে
গ. কুয়াকাটাকে
ঘ. সবগুলোকেই
৪। জনবসতির ঘনত্ব সর্বাপেক্ষা কম কোন জেলায়?
ক. দিনাজপুর
খ. ভোলা
গ. খাগড়াছড়ি
ঘ. বান্দরবান
৫। বাংলাদেশের সর্বউত্তরের স্থান “বাংলাবান্ধা” কোন নদীর তীরে অবস্থিত?
ক. মহানন্দা
খ. করতোয়া
গ. পদ্মা
ঘ. তিস্তা
৬। পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
ক. বাংলাদেশে
খ. নেপাল
গ. ভূটান
ঘ. মায়ানমার
৭। আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি?
ক. রংপুর
খ. খুলনা
গ. ঢাকা
ঘ. রাঙ্গামাটি
৮। বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
ক. এপ্রিল
খ. জানুয়ারি
গ. মার্চ
ঘ. ফেব্রুয়ারি
৯। “ঠাকুরগাঁও” কোন নদীর তীরে অবস্থিত?
ক. কংশ
খ. যমুনা
গ. টাঙ্গন
ঘ. সুরমা
১০। “উড়ির চর” কোথায় অবস্থিত?
ক. নোয়াখালী
খ. লক্ষীপুর
গ. রাজশাহী
ঘ. ভোলা
১১। সন্দীপ কোন জেলার সাথে সম্পৃক্ত?
ক. নোয়াখালী
খ. ভোলা
গ. চট্টগ্রাম
ঘ. কক্সবাজার
১২। নিম্নের কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয়নি?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. কর্ণফুলি
ঘ. পশুর
১৩। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়গুলো স্থানীয়ভাবে কি নামে পরিচিত?
ক. টিলা
খ. পাহাড়
গ. গিরি
ঘ. ঢিবি
১৪। বাংলাদেশের কোথায় উষ্ণ প্রস্রবণ রয়েছে?
ক. সুন্দরবন
খ. সীতাকুন্ড
গ. কক্সবাজার
ঘ. নাটোর
১৫। কোন দ্বীপে গন্ধক পাওয়া যায়?
ক. সেন্টমার্টিন
খ. কুতুবদিয়া
গ. সন্দীপ
ঘ. মহেশখালী
১৬। টাঙ্গুয়ার হাওড়কে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হয় কবে?
ক. ১৯৯৯ সালে
খ. ২০০০ সালে
গ. ২০০১ সালে
ঘ. ২০০২ সালে
১৭। বাংলাদেশ, ভারত ও মায়ানমার এ তিন দেশের সীমান্ত মিলিত হয়েছে বাংলাদেশের কোন জেলায়?
ক. বান্দরবান
খ. খাগড়াছড়ি
গ. কক্সবাজার
ঘ. রাঙ্গামাটি
১৮। মেঘনা নদী পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে কোথায়?
ক. আজমিরিগঞ্জ
খ. দেওয়ানগঞ্জ
গ. ভৈরব
ঘ. ফেঞ্চুগঞ্জ
১৯। বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?
ক. মহেশখালী
খ. কুতুবখালী
গ. সন্দীপ
ঘ. সেন্টমার্টিন
২০। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই?
ক. খুলনা
খ. বরিশাল
গ. ঢাকা
ঘ. চট্টগ্রাম
আরো......

আরো পড়ুন : 

প্রশ্ন : দেশের বৃহত্তম কনটেইনার ডিপাে নির্মিত হচ্ছে কোথায়?
উত্তর : ধীরাশ্রম, গাজীপুর।
প্রশ্ন : সাউথ এশিয়ান ইকোনমিক নেটওয়ার্ক ফোরামের (সানেম) তথ্যমতে, দেশে বর্তমানে দারিদ্র্যের হার কত?
উত্তর :৪২%।
প্রশ্ন : অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়ােগ পেয়েছেন কে?
উত্তর : শেখ মােহাম্মদ মােরসেদ ও মেহেদী হাসান চৌধুরী।
প্রশ্ন : অ্যান্টিবায়ােটিকের যথেচ্ছ ব্যবহার রােধে প্রধানমন্ত্রী কয়টি প্রস্তাব দিয়েছে?
উত্তর : ৬টি।
প্রশ্ন : দক্ষিণ এশিয়ার ৩য় দেশ হিসেবে করােনার টিকাদান এ কর্মসূচি চালু করে কোন দেশ?
উত্তর :বাংলাদেশ।
প্রশ্ন : দেশে প্রথম করােনা ভাইরাসের টিকা গ্রহণ করেন কে?
উত্তর : রুনু ভেরােনিকা কস্তা (কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স)।
প্রশ্ন : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে তােলা নতুন গ্রামের নাম কী?
উত্তর : মুজিববর্ষ ভিলেজ।
প্রশ্ন : প্রথমবারের মতাে দেশের নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর : সিলেট।
প্রশ্ন :ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশ চৌকস দল কোন গানটি বাজিয়েছে?
উত্তর : ‘শােননা একটি মুজিবের থেকে লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি।
প্রশ্ন : কোন নেটওয়ার্কের মাধ্যমে এখন বিদেশ থেকে দেশে টাকা আনা যাবে?
উত্তর : হােমসেন্ড নেটওয়ার্ক।
প্রশ্ন : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র কে?
উত্তর : রেজাউল করিম চৌধুরী।
প্রশ্ন : বাংলাদেশ- মিয়ানমার-চীন বৈঠক রােডম্যাপ এ বাস্তবায়নে কতটি সিদ্ধান্ত হয়েছে? বUD
উত্তর : ৬টি।
প্রশ্ন : পায়রা সেতু নির্মাণ হচ্ছে কোথায়?
উত্তর : লেবুখালী, পটুয়াখালী।
প্রশ্ন : পায়রা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর :১৪৭০ মিটার (প্রস্থ ১৯.৭৬ মিটার।)
প্রশ্ন : বর্তমানে কতটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে?
উত্তর : ২৪টি।
প্রশ্ন : সবচেয়ে বেশি লবণাক্ত পানির নদী কোনটি?
উত্তর :শিবসা (খুলনা)।
প্রশ্ন : চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৩য়।
প্রশ্ন : ছাগল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৪র্থ।
প্রশ্ন : বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : অষ্টম।
প্রশ্ন : আলু ও আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ও কততম? RUP
উত্তর : সপ্তম।
প্রশ্ন : চাষের মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৫ম।
প্রশ্ন : দেশের ৬৫১ তম থানা কোনটি?
উত্তর :ভাসানচর, নােয়াখালী।
প্রশ্ন : অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী, দেশে বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত?
উত্তর : ৫১০ কিলােওয়াট ঘণ্টা।
প্রশ্ন : করােনা ভাইরাস মহামারী পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট দল কোন দলের সাথে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে?
উত্তর : উইন্ডিজ এর সাথে (ওয়ানডে-তে ৩ ম্যাচ সিরিজে উইন্ডিজকে হােয়াইটওয়াশ করে বাংলাদেশ)।
প্রশ্ন : দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল কোথায় স্থাপিত হবে?
উত্তর : কক্সবাজারে (নাম- SEA-ME-WE-6)।
প্রশ্ন : সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট এর উদ্বোধন হয়েছে কোন দেশে?
উত্তর : মরিশাস (রাজধানী- পাের্ট লুইসে)।
প্রশ্ন : নতুন করে বীর মুক্তিযােদ্ধার স্বীকৃতি পেয়েছেন কতজন?
উত্তর : ৬১ বীরাঙ্গনা নারী।
প্রশ্ন  সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৬৫তম।
প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সার্ভারে অস্তিত্ব পাওয়া ক্ষতিকর প্রােগ্রামের নাম কী?
উত্তর : স্পাইওয়্যার।
প্রশ্ন : বাংলাদেশে সঞ্চয়পত্রের মেয়াদ কত বছর?
উত্তর :৫ বছর।
প্রশ্ন : পেয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর : পাবনা।
প্রশ্ন : ইক্ষু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর :নাটোর।
প্রশ্ন : বর্তমানে দেশে বীমা প্রতিষ্ঠানের সংখ্যা কতটি?
উত্তর : ৭৮ টি।
প্রশ্ন : দেশে চীন ও ভারতের টিকা পরীক্ষামূলক প্রয়ােগের উদ্যোগ নিয়েছে কোন প্রতিষ্ঠান?
উত্তর : আইসিডিডিআর, বি।
প্রশ্ন : ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে প্রথম বাংলাদেশী ব্যাংক হিসেবে আন্তর্জাতিক ঋণপত্রে ইসলামী শরিয়াহ ভিত্তিক কার্যক্রম চালু করে কোন ব্যাংক?
উত্তর : সিটি ব্যাংক।
প্রশ্ন : মানবদেহের জন্য বাতাসের সবচেয়ে ক্ষতিকর উপাদান কোনটি?
উত্তর : পিএম ২.৫।
প্রশ্ন : বায়ুদূষণে বাংলাদেশে প্রতিবছর গর্ভপাত হয় কত?
উত্তর : ৩ হাজার নারীর।
প্রশ্ন : দেশে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তর : ৪টি (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর)।
প্রশ্ন : নৈসর্গিক সৌন্দর্যের আধার ‘ছৈলার চর’ কোথায় অবস্থিত?
উত্তর :ঝালকাঠি।
প্রশ্ন : উপকূলীয় ও বন্যাকবলিত এলাকায় মুজিব শতবর্ষের উপহার হিসেবে কতটি ভবন নির্মাণ করা হচ্ছে?
উত্তর : ৫৫০ টি ভবন (মুজিব কিল্লা)।
প্রশ্ন : আইইডিসিআর এর বর্তমান পরিচালক কে?
উত্তর : তাহমিনা শিরীন।
প্রশ্ন : দেশে বর্তমানে ইসলামী ধারার ব্যাংক কতটি?
উত্তর : ১০টি।
প্রশ্ন : ২০২০ সালে (জানুয়ারি-ডিসেম্বর) দেশে আসা সরাসরি বিদেশী বিনিয়ােগ (এফডিআই) এর পরিমাণ কত?
উত্তর :১৫০ কোটি ডলার।
প্রশ্ন : জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি কে?
উত্তর : ফরিদা ইয়াসমিন।

Post a Comment

Thanks for your comment.We will try to solve your problem.

Previous Post Next Post