সাধারণ জ্ঞান - General Knowledge 2021

১. প্রশ্ন : আকাশ নীল দেখায় কেন?
উত্তর : নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি।
২. প্রশ্ন : মুখ্য রং কোন তিনটি?
উত্তর : লাল, নীল, সবুজ।
৩. প্রশ্ন : দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর?
উত্তর : বেগুনি।
৪. প্রশ্ন : দৃশ্যমান বর্ণালির বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর?
উত্তর : লাল।
৫. প্রশ্ন : সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতটুকু সময় লাগে?
উত্তর : ৮ মিনিট ২০ সেকেন্ড।
৬. প্রশ্ন : বায়ু মন্ডলের ওজনস্তর ধংসের জন্য দায়ী কে?
উত্তর : ক্লোরোফ্লোরো কার্বন (সিএফসি)।
৭. প্রশ্ন : বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কেমন হয়?
উত্তর : একই হয়।
৮. প্রশ্ন : সাধারণ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয়?
উত্তর : নাইট্রোজেন।
৯. প্রশ্ন : বিদ্যুৎকে কাজে লাগানোর জন্য কার অবদান বেশি?
উত্তর : বিজ্ঞানী ভোল্ট।
১০. প্রশ্ন : শুষ্ক কোষে তড়িৎ চালক শক্তি কত?
উত্তর : ১.৫ ভোল্ট।
১১. প্রশ্ন : বৈদ্যুতিক একক কী?
উত্তর : ওয়াট।
১২. প্রশ্ন : বৈদ্যুতিক এক ইউনিট সমান?
উত্তর : এক কিলোওয়াট/আওয়ার।
১৩. প্রশ্ন : বিদ্যুৎ পরিবাহকের রোধের একক কী?
উত্তর : ওহম।
১৪. প্রশ্ন : চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি কোথায়?
উত্তর : মেরু বিন্দুতে।
১৫. প্রশ্ন : মধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন?
উত্তর : নিউটন।
১৬. প্রশ্ন : বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারণ কী?
উত্তর : ফোটার চারদিকে বাতাসের সমান চাপ।
১৭. প্রশ্ন : কে প্রথম রোবট আবিষ্কার করেন?
উত্তর : উইলিয়াম গে ওয়ালটার।
১৮. প্রশ্ন : সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে?
উত্তর : পরমাণু ফিউশন।
১৯. প্রশ্ন : প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত?
উত্তর : ৫০টি।
২০. প্রশ্ন : উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্রের নাম কী?
উত্তর : ট্যাকমিটার।

২১. বর্তমানে মোট সাংস্কৃতিক ঐতিহ্য কতটি?
উত্তরঃ ৮৩২টি।
২২. বর্তমানে মোট প্রাকৃতিক ঐতিহ্য কতটি ?
উত্তরঃ ২০৬টি।
২৩. বর্তমানে মোট মিশ্র ঐতিহ্য কতটি?
উত্তরঃ ৩৫টি।
২৪. ২০১৭ সালের SDG সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ সুইডেন।
২৫. ২০১৭ সালের SDG সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
২৬. ২০১৭ সালের SDG সূচকে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উত্তরঃ ১২০তম।
২৭. শরণার্থী আশ্রয়দানে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ তুরস্ক।
২৮. কোন দেশের লোক সর্বাধিক শরণার্থী হয়েছে?
উত্তরঃ সিরিয়া।
২৯. ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
৩০. ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ জাপান।
৩১. চাল আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ চীন।
৩২. ২০১৭ সালের কনফেডারেশন্স কাপে চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তরঃ জার্মানি; রানার্সআপ চিলি।
৩৩. ২ জুলাই ২০১৭ ওয়ানডে ক্রিকেটে তৃতীয় ক্রিকেটার হিসেবে অভিষেকে হ্যাটট্রিক করেন কে?
উত্তরঃ ভানিদু হাসারাঙ্গা, শ্রীলংকা।
৩৪. ২০১৭ সালের উইম্বলডনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হন কে?
উত্তরঃ রজার ফেদেরার, সুইজাল্যান্ড এবং গারবিনে মুগুরুজা, স্পেন।
৩৫. জাতীয় সামার অ্যাথলেটিক্সে দ্রুততম মানব-মানবী কে?
উত্তরঃ দ্রুততম মান মেজবাহ আহমেদ ও দ্রুততম মানবী শিরিন আক্তার।

Post a Comment

Thanks for your comment.We will try to solve your problem.

Previous Post Next Post