সপ্তাহের সাধারণ জ্ঞান by educationstudybd

 

সপ্তাহের সাধারণ জ্ঞান.....

 ১.ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে কততম?
উত্তরঃ প্রথম (বিশ্বে বাংলাদেশের অবস্থান ৪৮তম)

২. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ কয়টি ক্ষেত্রে বিশ্বে প্রথম?
উত্তরঃ চারটি

৩.বিদেশে বসবাসরত বাংলাদেশিদের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি মর্যাদা পেতে হলে বছরে কমপক্ষে কত ডলার দেশে পাঠাতে হবে?
উত্তরঃ ১ লাখ ডলার

৪. কখন এবং কোন চা–বাগানের মাধ্যমে বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়?
উত্তরঃ ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়া চা–বাগানের মাধ্যমে

৫. বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চা–বাগানের সংখ্যা কত?
উত্তরঃ ১৬৪টি

৬. বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ইন্টারনেটের সর্বনিম্ন গতি কত নির্ধারণ করা হয়েছে?

উত্তরঃ ১০ এমবিপিএস

৭. জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি দিবসের পরিবর্তিত নাম কী?

উত্তরঃ ডিজিটাল বাংলাদেশ দিবস

৮. ফ্রান্সে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিক্রিয়ায় করা আন্দোলনটির নাম কী?

উত্তরঃ ইয়েলো ভেস্ট আন্দোলন

৯. নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম?

উত্তরঃ ইসরায়েল

১০. বিশ্বের সবচেয়ে বড় ফুল বাণিজ্যকেন্দ্র কোথায়?

উত্তরঃ নেদারল্যান্ডসের আলসমিরে

১১. সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামটি ওয়ানডে ক্রিকেটের কততম স্টেডিয়াম?

উত্তর: ২০০তম স্টেডিয়াম

● ব্যাংকমালিকদের সংগঠনের নাম কী?

বিএবি (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস)

● বঙ্গবন্ধু শিল্পনগরের আকার কত?

৩০ হাজার একর (এটি চট্টগ্রামের মিরসরাই এবং ফেনী ঘিরে প্রতিষ্ঠিত দেশের সর্ববৃহৎ শিল্পনগর)

● ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠনের নাম কী?

এবিবি (অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স)

● শান্তিতে নোবেল পাওয়া ইরাকি তরুণী নাদিয়া মুরাদের বয়স কত?

২৫ বছর (যা শান্তিতে নোবেল বিজয়ীদের মধ্যে দ্বিতীয় সর্বকনিষ্ঠ। প্রথম অবস্থানে আছেন মালালা ইউসুফজাই। তিনি নোবেল পেয়েছিলেন ১৭ বছর বয়সে)

● ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) শীর্ষ আদালতের নাম কী?

ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজে)

● বিশ্বব্যাংকের হিসাবমতে প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষস্থানে কোন দেশ?

ভারত

● সম্প্রতি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-২৪) কোথায় অনুষ্ঠিত হয়?

পোল্যান্ডের কাতোভিচ শহরে

● কোন কোন দেশ জিসিসিভুক্ত (গালফ কো-অপারেশন কাউন্সিল)?

বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, আরব আমিরাত

● শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্বপ্নের চারুকলা কখন এবং কী নামে যাত্রা শুরু করে?

১৯৪৮ সালে গভর্নমেন্ট ইনস্টিটিউট অব ফাইন আর্টস নামে

● ‘মা গো ভাবনা কেন/আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে’—মুক্তিযুদ্ধবিষয়ক গানটির রচয়িতা কে?

গৌরীপ্রসন্ন মজুমদার

● বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কত?

তৃতীয় (ভারত ও পাকিস্তান যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে)

● সম্প্রতি ব্রিটেন কর্তৃক বাতিল হওয়া গোল্ডেন ভিসার সুবিধার আওতায় কোন দেশগুলো ছিল?

চীন, রাশিয়া ও ভারত

● সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যুক্ত হওয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটির কী নাম দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা?

হংসবলাকা।

● সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক মালালা ইউসুফজাইকে দেওয়া পুরস্কার কোনটি?

গ্লাইটম্যান সিটিজেন অ্যাকটিভিস্ট

● গ্লোবাল কার্বন প্রজেক্টের প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে জীবাশ্ম জ্বালানি ও শিল্পকারখানা কার্বন নিঃসরণ কত বাড়তে পারে?

২ দশমিক ৭ শতাংশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, কত সময়ের ব্যবধানের মধ্যে বিশ্বের কোথাও না কোথাও একজন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়?

প্রতি ২৪ সেকেন্ডে

● মিস ইউনিভার্স ২০১৮–এর (৬৭তম আসর) চ্যাম্পিয়ন কে?

ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে

Post a Comment

Thanks for your comment.We will try to solve your problem.

Previous Post Next Post