কবি পরিচিতি "রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম"(part-1) educationstudybd.blogspot.com


কবি পরিচিতি "রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম"(part-1)


*রবীন্দ্রনাথ ঠাকুর* 

১। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান?
উঃ তিনি তাঁর মা বাবার চতুর্দশ সন্তান।
২। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়? উঃ তের বছর বয়সে।
৩। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উঃ কবি কাহিনী।
৪। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি?
উঃ বাল্মীকি প্রতিভা।
৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থেউপন্যাসের নাম কি?
উঃ বৌ ঠাকুরাণীর হাট।
৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি?
উঃ ভিখারিনী।
৭। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে।
৮। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
উঃ ভানুসিংহ ঠাকুর।
৯। গীতাঞ্জলি কাব্য কত সালে
প্রকাশিত হয়?
উঃ ১৯১০ সালে।
১০। গীতাঞ্জলি বা Song Offerings এর ভূমিকা লেখেন কে?
উঃ ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস।

*কাজী নজরুল ইসলাম*

১। কাজী নজরুল ইসলাম কোন সালে
জন্মগ্রহন করেন?
উঃ ১৮৯৯ সালে
২। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম
৩। নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন?
উঃ আনন্দময়ীর আগমনে
৪। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তাঁর কোন রচনাটি উৎসর্গ করন?
উঃ বসন্ত।
৫। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন? উঃ সঞ্চিতা।
৬। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম
কি?
উঃ ব্যথার দান ( ১৯২২)
৭। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
উঃ মুক্তি
৮। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উঃ অগ্নিবীনা
৯। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন?
উঃ ১৯২৬ সালে।
১০। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরন করেন?
উঃ ১৯৭৬ সালে
                                                                                                                        write; faysal al fahad    

Post a Comment

Thanks for your comment.We will try to solve your problem.

Previous Post Next Post