The Rules of Tag Question 2021 | Tag Question এর সহজ নিয়ম | Tag Question | Tag Question এর নিয়ম ।


Tag Question কি :Tag শব্দের অর্থ, জুড়ে দেওয়া  বর্ণনা বা বিবৃতি মুলক বাকের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে tag question বলে। যেমন :  You are Anas, aren’t you ?

Tag Question গঠন  : Statement এর পর একটি কমা বসবে + সাহায্যকারী verb বসবে + Statement  এর subject এর pronoun বসবে + প্রশ্নবোধক চিহ্ন বসবে।
যেমন : Ramik is a good student,  isn’t he?

Tag question –দু ভাবে সম্পূর্ণ হয়।
1) Affirmative tag
2) Negative tag.
১। বাকের মধ্যে auxiliary verb থাকলে তার সাথে সংক্ষেপে not এবং subject নিতে হয়। [not থাকলে তা উঠে যায়। ] 
Example:  He is a brilliant student, isn`t he?

২। বাকের মধ্যে auxiliary verb না থাকলে tense নির্ধারণ করতে হয়। present tense হলে do/does এবং past tense হলে did যোগ করতে হয়।
Example:  We learn English, don`t we?
They solved the problem, didn`t they?

 ৩। বাকর মধ্যে am থাকলে are দ্বারা tag করতে হয় । তবে am not থাকলে am দ্বারা tag করতে হয়।
Example: I am a student, aren`t I?
I am not busy, am I?

৪। Imperative sentence হলে tag হবে will you? অন্যান্য modal দ্বারা ও করা যায়।
Example: open your book, will you?

৫। Do not দ্বারা শুরু হলে tag হবে will you?
Example: Do not disturb me, will you?

৬। Let me/let her/let him/let them দ্বারা বাক্য শুরু হলে tag হবে will you?
Example: Let me do it, will you?

৭। Let us দ্বারা বাক্য শুরু হলে tag হবে shall we?
Example: Let us go out for a walk, shall we?

৮। Exclamatory sentence –এ subject ও verb না থাকলে tag হবে isn`t it?
Example: How funny! isn`t it?

৯। বাকের sub হিসেবে the mother/ the father/ the sister/the brother থাকলে এবং abstract quality বোঝালে ইহার পরিবর্তে it বসে।
Example: The mother rose in her, didn`t it?

১০। বাকের subject হিসেবে everybody/everyone/somebody/someone/nobody/no one/none etc থাকলে ইহার পরিবর্তে they বসে।
Example: Everybody wants success, don`t they?

১১। বাকের subject হিসেবে nothing/something/anything/everything/baby etc থাকলে ইহার পরিবর্তে it বসে।
Example: Nothing is impossible, is it?

১২। বাকের মধ্যে hardly/scarcely/seldom/barely/little/few/never/nobody/none/nothing/no one etc থাকলে tag এ not যুক্ত হয় না।
Example: She hardly visits me, does she?

১৩। Complex sentence এর ক্ষেত্রে main clause এর tag question করতে হয়।
Example: when he came, I was reading, wasn`t I?

১৪। Subject +think/ believe/know থাকলে উভয় clause দ্বারা tag করা যায়।
Example: I think you are Razzak Saheb, don`t I ?/ aren`t you?

১৫। No + noun/Every + noun/Some + noun থাকলে এগুলোর পরিবর্তে they বসে।Example: No man can prosper in life without industry, can they?

১৬। বাকের subject হিসেবে যদি all of you/ some of you/ most of you/ none of you/ etc থাকে তবে tag এ you বসে। 
Example: Most of you have failed, haven`t you?

১৭। বাকের subject যদি all of them/some of them/most of them/none of them/every one of them etc থাকে তবে tag এ they বসে । 
Example: Some of them did the job, didn`t they?

১৮। Please/kindly দ্বারা শুরু হলে tag হবে can you? /could you?
Example: please help me, can you?

১৯। Who cares/ who loves/who saves- এ ধরনের বাক্য হলে tag হয় do they?
Example: who loves, do they?

২০। বিভিন্ন person and দ্বারা যুক্ত হলেঃ 
You and I = we
You and he = you
I and you= we
You, he and I =we
I and he = we
I,he and you = we.
Example: I and he are doing the work, aren`t we?

ব্যতিক্রম tag question
‘ I’ is a pronoun, isn’t it?
‘A’ is a letter, isn’t it?
Two and two make four, doesn’t it?

নতুন নতুন পোস্ট পেতে চোখ রাখুন আমার ব্লগ এ ।

Post a Comment

Thanks for your comment.We will try to solve your problem.

Previous Post Next Post